চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
বুধবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই স্ট্যাটাস দেন তিনি। রাইজিংবিডির পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়ে ছিলে আমিই যায় নি ভিসা ছিলো না আমার আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না তুমি কতো কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ আমি তোমার এতো আঘাত ব্যাথা সহ্য করতে পারি না আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোন মানুষ মানুষ কে মারতে পারে বলে আমার জানা ছিলো না। আমি বিচার চাই আমি বিচার চাই আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে পশ্চিমবঙ্গের নিউটাউন এলাকা থেকে আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আহাদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।