সারা বাংলা

আলমডাঙ্গায় শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি হামজারুল (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠের ঘাসের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানায় শিশুটির পরিবার। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার চিকিৎসা না করে আলমডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়।

এ বিষয়ে রাতে আলমডাঙ্গা থানায় শিশুটির বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর আলমডাঙ্গা পুলিশ অভিযুক্ত হামজারুলকে আটক করে।

শিশুটির বাবা বলেন, বৃহস্পতিবার বিকালের মেয়ের সাথে অভিযুক্ত হামজারুলের বোন খেলাছিল। হামজারুল আমার মেয়েকে ডেকে বাড়ির পাশে ঘাসের জমিতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে বাড়িতে এসে সব খুলে বলে। আমরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের ডাক্তাররা বলে এটা পুলিশ কেস। আপনারা আগে থানায় যান। পরে আমরা থানা এসে ওসি সাহেবের নিকট ঘটনা খুলে বলি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল গণি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের ঘটনায় শিশুটি বাবা লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।