আইন ও অপরাধ

১৪ বছর আগের মাদক মামলায় ৫ বছরের দণ্ড 

১৪ বছর আগে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় একশ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় শাহ আলম নামে এক আসামিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত এ রায় দেন। আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করেন।

এদিন রায় ঘোষণার আগে শাহ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহ আলম জামিনে ছিলেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠান।

জানা যায়, ২০১০ সালের জুলাই মাসে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকার রড-সিমেন্টের এক দোকানের সামনে আসামি শাহ আলমকে একশ বোতল ফেনসিডিলসহ আটক করেন র‌্যাব-৩। ওই ঘটনায় আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়।

মামলাটি তদন্ত করে ২০১০ সালের ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মাহবুবে খোদা অভিযোগপত্র দাখিল করেন। একই বছরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  মামলার বিচার চলাকালে ১২ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।