সারা বাংলা

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধ, আহত ১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।

রোববার (২৬ মে) বিকেলে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় রহিম হাজী ও সামেদ আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় প্রায় ৫/৬টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রহিম হাজী ও সামেদ আলী গ্রুপের জমি দখল, ইটভাটা ও মাটিকাটাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও ফতুল্লা থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে। বিকেলে হঠাৎ করেই উভয়পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পযার্য়ে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিভাবে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ফতুল্লা বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।