ঘূর্ণিঝড় রেমাল ও ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সকাল থেকে বিদ্যুৎহীন রয়েছে। অতিবৃষ্টিতে বিভিন্ন ভবনের নিচতলা এবং মিটার ইউনিট পানিতে ডুবে যাওয়ায় এসব এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
হালিশহর-রামপুর ওয়াপদা অফিসের নির্বাহী প্রকৌশলী শেখ কাওছার মাসুম বলেন, হালিশহর, রঙ্গিপাড়া, শান্তিবাগ, রমনা ও শ্যামলী আবাসিক এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। চট্টগ্রামের হালিশহরে বিদ্যুৎ অফিসে ও সাব স্টেশনে পানি ঢুকে পড়ায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।
বৃষ্টি কমে গেলে এবং পানি নেমে গেলে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্মকর্তারা।