৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় বিভাগের ১৯ উপজেলার ৫৭ জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ব-স্ব উপজেলার নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
উল্লেখ্য, গত ৮ মে সারাদেশের ন্যায় রংপুর বিভাগের ১৯ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে উপজেলা চেয়ারম্যান পদে ১৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জনসহ মোট ৫৭ জন প্রতিনিধি নির্বাচিত হন।