সামনে কোরবানির ঈদ। এ মুহূর্তে দিনাজপুরের হিলি বাজারে বাড়ছে বিভিন্ন মসলার সাথে আদা, রসুন ও পেঁয়াজের দাম। ভারতে ডলারের দাম বৃদ্ধির কারণে আদার দাম বাড়ছে, আর আমদানি কম তাই রসুনের দাম বেড়েছে, বলছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ আগে যে আদা বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে, আজ তা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। ১৬০ টাকা কেজির রসুন বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এদিকে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৫ টাকা, ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষ।
হিলি বাজারে মসলা কিনতে আসা জুলফিকার আলি বলেন, গত দুই সপ্তাহ আগে আদা ১৮০ টাকা কেজি দারে কিনে ছিলাম। আজ তা ২৪০ টাকা কেজি হিসেবে কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমরা চলবো কি করে?
আবদুল আজিজ বলেন, কোরবানির ঈদ আসছে। সবার মসলা প্রয়োজন হয়। কিন্তু এই মসলার দাম কমার পরিবর্তে বাড়েছই শুধু। আজ বাজারে দেখছি আদা, রসুনের ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা সাধারণ মানুষ, নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকলে অনেক ভালো হয়।
হিলি বাজারে ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারতে ডলারের দাম বৃদ্ধি কারণে আদার দাম বাড়ছে। দেশের বাজারে রসুনের আমদানি বর্তমান কম যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। আবার গতকাল থেকে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি।