নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি এলাকায় ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ৩০০ ঘরবাড়ি। ফলে খোলা আকাশের নিচে বসবাস করছেন এসব পরিবারের বাসিন্দারা।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের বাইশপুকুর, ছোট খাতা, কাকিনা এলাকার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে গাছচাপা পড়ে আহত হয়েছেন ৪ জন।
বাইশপুকুর গ্রামের বাদশা আলমগীর বলেন, ঝড়ে অসংখ্য আধাপাকা ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ফলে এসব পরিবারের বাসিন্দারা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
ছোটখাতা এলাকার আমিনুর রহমান বলেন, ঝড়ে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটির উপরে পড়েছে। ফলে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহিদুজ্জামান সরকার বলেন, ঝড়ে ৩০০ পরিবারের বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহের কাজ চলছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তের খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এখনই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, ঝড় বয়ে যাওয়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৬০-৬৫ কিলোমিটার। পাশাপাশি প্রায় ৩০ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১ মিলিমিটার।