সারা বাংলা

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় মামলা

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় মামলা

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে, বিকেলে নিহতের ছোটভাই হাফিজ উল্লাহ ২২ জনের উল্লেখ ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় মাহবুবুলের সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু ও ফরহাদ মিয়াকে কুপিয়ে আহত করা হয়।

নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে তার দাফন সম্পন্ন হয়েছে।

ওসি কামরুজ্জামান বলেন, হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে, ৪ জন এজাহারনামীয় আসামি। বাকি আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।