আন্তর্জাতিক

ধ্বংসযজ্ঞ শেষে উত্তর গাজায় অভিযান শেষ করলো ইসরায়েল

২০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে উত্তর গাজায় তাদের অভিযানের সমাপ্তি ঘোষণা করলো ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজার জাবালিয়া শহরে তাদের মিশন শেষ করেছে এবং নতুন অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল আল-জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী শহরের অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে।

আল-জাজিরা জানিয়েছে, সামরিক বাহিনী শরণার্থী শিবির ধ্বংস করে রেখে গেছে। শহরের ৭০ শতাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি দপ্তর, স্কুল, হাসপাতাল, ক্লিনিক এবং আবাসিক বাড়ি। লোকেরা কী উদ্ধার করতে পারে তা দেখার জন্য তাদের বাড়িতে পরীক্ষা করতে ফিরে যাচ্ছে, কিন্তু এটি সবই বৃথা-উদ্ধার করার কিছু নেই।

শরণার্থী শিবিরে ফিরে আল জাজিরাকে এক বাসিন্দা বলেন, ‘পুরো এলাকাটি অদৃশ্য হয়ে গেছে। মানুষ তাদের বাড়ি খুঁজে পাচ্ছে না। আমরা আমাদের স্বজনদের খুঁজে পাব কিনা তাও জানি না। এটা একটা অপরাধ।’