কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যার ভয় দেখিয়ে মাদরাসা ছাত্রীকে (১৩) ধর্ষণ করেছে খোকা মিয়া নামের এক যুবক। রোববার (২ জুন) দুপুর ২টার দিকে পৌর এলাকার নয়াপাড়া গ্রামে নিজের ঘরে ধর্ষণের শিকার হয় মেয়েটি। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত খোকা মিয়া কলাতুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মেয়েটির বাবা ও মা গতকাল শনিবার পারিবারিক প্রয়োজনে রাজধানী ঢাকায় যান। দুই মেয়েকে রেখে যান দাদির কাছে। দাদির ঘর থেকে তাদের ঘর একটু দূরে। আজ দুপুরে নিজেদের ঘরে টিভি দেখার সময় এক মেয়ে ঘুমিয়ে পড়ে। তখন অন্য মেয়ে বাইরে ছিল। খোকা ঘরে ঢুকে গলায় ছুরি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর দাদি জানান, খোকা চলে যাওয়ার সময় এই ঘটনা কাউকে বললে গলা কেটে লাশ নদীতে ভাসিয়ে দেবে বলে হুমকি দেয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি অভিযুক্ত খোকাকে ধরতে পুলিশ পাঠিয়েছেন। মেয়েটির মা-বাবা এলেই মামলা করা হবে।