শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ঘটানো লক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন অ্যাডুকেশন ২০২৪’ শীর্ষক সামিট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩১ মে) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত সামিটে দেশের ৬৪ জেলা থেকে বাচাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করে।
এদিন চূড়ান্ত পর্বে বিভিন্ন বিভাগের সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টারের উদ্যোগে এবং ইউআইইউ এর সহযোগীতায় উক্ত সামিট অনুষ্ঠিত হয়।
সামিটের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, বাংলাদেশে ৪.৫ কোটিরও বেশি তরুণ রয়েছে। তাদের শক্তিকে কাজে লাগাতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো। তরুণদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস, এ সামিট শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
সামিটের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি মিশন চিফ (ভারপ্রাপ্ত) স্টিফেন ইবিলি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ এর স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. হাসান সারোয়ার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি মিশন চিফ (ভারপ্রাপ্ত) বলেন, সব শিক্ষার্থীরই ভালো করার সম্ভবনা রয়েছে। সেজন্য সবাইকে কাজ করতে হবে। নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে থাকে। বাংলাদেশের শিক্ষার্থীরাও সে সুযোগ নিতে পারবে।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে সারাদেশ থেকে আগত শিক্ষার্থীরা বিভাগ ভিত্তিক প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করে। এরপর নানা আয়োজনের মাধ্যমে পর্বগুলো মাতিয়ে রাখে শিক্ষার্থীরা।