খেলাধুলা

সুপার ওভারে ওমান-নামিবিয়ার ম্যাচ

এমন নাটকীয়তা বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মিলবে কেউ কি ধারণা করতে পেরেছিল? ওমানের দেওয়া ১১০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ১০৯ রানের বেশি করতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১২ সালের পর আজ সুপার ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষবার সুপার ওভারের ম্যাচ খেলেছিল নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পাল্লাকেল্লেতে। 

লো স্কোরিং ম্যাচে চরম নাটকীয়তা ছড়ায় শেষ ওভারে। ব্যাটিংয়ে লড়াই করতে না পারলেও ওমান বোলিংয়ে হাল ছাড়েননি। ম্যাচ নিয়ে যায় ইনিংসের শেষ ওভারে। সেখানে ছড়ায় রোমাঞ্চ।

নামিবিয়ার জয়ের জন্য ৫ রান লাগত। উইকেটে থিতু হওয়া ব্যাটসম্যান ফ্রাইলিঙ্ক পেসার মেহরানের করা ওভারের প্রথম বলে বোল্ড হন। নিচু হওয়া বল প্যাডে আঘাত করে স্টাম্পে যায়। 

দ্বিতীয় বলটি ছিল ডট। তৃতীয় বলে নতুন ব্যাটসম্যান জেন গ্রীন এলবিডব্লিউ। চতুর্থ বলে পরের ব্যাটসম্যান ক্রুগার নেন ১ রান। পঞ্চম বলে ভিসে স্ট্রাইকে ফিরে ২ রান নেন। স্ট্রেইট ড্রাইভ করেছিলেন ভিসে। লং অন ও লং অফের মাঝামাঝি দিয়ে চার হলেও হতে পারত। কিন্তু বল স্টাম্পে আঘাত করায় দৌড়ে ২ রান নেওয়ার সুযোগ পান ভিসে।

শেষ বলে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ২ রান। ওমান ক্লোজ ইন ফিল্ডিং সাজিয়ে চাপ দেয় ভিসেকে। উইকেটরক্ষক নাসিম খুশি শর্ট কিপিংয়ে ফেরেন। মেহরানের শর্ট বলে ভিসে ব্যাট ছোঁয়াতে পারেননি। কিপারও বল গ্লাভসবন্দী করতে পারেননি। কিন্তু রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন। বল তার নাগালেই ছিল। কিন্তু সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙতে পারেননি। লেগ বাইয়ে ১ রান নিয়ে নামিবিয়া ম্যাচ নিয়ে যায় সুপার ওভারে। 

নির্ধারিত সময়ের ম্যাচ তীব্র লড়াইয়ের পর অমীমাংসিত থাকল। সুপার ওভারে কার মুখে হাসি ফোটে সেটা দেখার।