১৮ জুন ভারতের বাজারে বিশ্বের প্রথম সিএনজিচালিত মোটরসাইকেল নিয়ে আসছে বাজাজ। সম্প্রতি বাজাজ অটোর ব্যবস্থাপনা পরিচালক রাজিব বাজাজ এ তথ্য জানিয়েছেন।
নতুন এই মোটরসাইকেলটির নাম দেওয়া হয়েছে ‘ফাইটার।’ কোম্পানি ইতিমধ্যে এই বাইকটির জন্য ট্রেডমার্কের আবেদন করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ফিচার হিসাবে বাইকটিতে কী কী থাকবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাইকটির সামনে থাকবে টেলিস্কপিক ফর্ক সাসপেনশন ও পিছনে মনোশক, হ্যালোজেন ইন্ডিকেটর, মাল্টি স্পোক অ্যালয় হুইল। এটি বাই-ফুয়েল মোটরসাইকেল হতে চলেছে। অর্থাৎ, বাইকটি কম্প্রেসড ন্যাচরাল গ্যাস (সিএনজি) এবং পেট্রল দুই ধরনের জ্বালানির মাধ্যমেই চলবে। রাইডার পরিস্থিতি অনুযায়ী, সিএনজি থেকে পেট্রল এবং পেট্রল সিএনজিতে সুইচ করতে পারবে। বাইকটির সামনে থাকতে পারে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক।
সিএনজি চালিত এই বাইকটি যে কমিউটার সেগমেন্টের হবে তা নিশ্চিত হওয়া গেছে। তবে এটি ১১০ নাকি ১২৫ সিসির হবে তা জানা যায়নি।