বর্তমানে দেশে মোটরসাইকেল উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান ইঞ্জিন সংযোজন করছে। এ ধরণের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎসাহ দিতে ২০২৪-২৫ প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ইঞ্জিনের যন্ত্রাংশকে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন।
এসব পণ্যের আমদানির বিপরীতে আরোপকৃত ৩ শতাংশের অতিরিক্ত শুল্ক এবং সব ধরনের রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোটরসাইকেল উৎপাদন খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এতে কমতে পারে দেশীয় কোম্পানিগুলোর মোটরসাইকেলের দাম।