আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে কঠিন কলেজ ভর্তি পরীক্ষায় ১ কোটি শিক্ষার্থী

বিশ্বের সবচেয়ে কঠিন কলেজ ভর্তি পরীক্ষায় শুক্রবার অংশ নিয়েছে চীনের এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী। এই পরীক্ষার মাধ্যমেই নির্ধারিত হয়ে যাবে এসব শিক্ষার্থীর শিক্ষা ভবিষ্যত।

দুই দিনের জাতীয় কলেজের প্রবেশিকা পরীক্ষাটি ‘গাওকাও’ নামে পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম একাডেমিক পরীক্ষা। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ এবং তীব্র প্রতিযোগিতার কারণে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একে ‘বিশ্বের সবচেয়ে কঠিন’ কলেজের প্রবেশিকা পরীক্ষা হিসাবে আখ্যা দিয়েছে। শিক্ষার্থীরা ১২ বছরে যা শিখেছে তার সব কিছু মুষ্টিমেয় বিষয়ের পরীক্ষায় ঢেলে দিতে হয়। প্রতিটি পরীক্ষার জন্য সময় থাকে দুই ঘণ্টারও কম।

চলতি বছর এক কোটি ৩৪ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। গত বছর এই সংখ্যা ছিল এক কোটি ২৯ লাখ। 

চীনা শিক্ষার্থীরা এই কঠিন পরীক্ষার জন্য বছরের পর বছর কাটিয়ে দেয়। কারণ এই পরীক্ষায় বেশি নাম্বার পাওয়াই হচ্ছে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশের একমাত্র উপায়। পরীক্ষায় চীনা সাহিত্য, গণিত, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, রাজনীতি এবং ইতিহাসের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।