হাইভোল্টেজ ম্যাচে বার্বাডোজে মুখোমুখি হয়েছে ক্রিকেটের অন্যতম দুই জায়ান্ট ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে দুই আসর আগে।
অস্ট্রেলিয়া জয় দিয়ে এবারের আসর শুরু করলেও ইংল্যান্ড স্কটল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে প্রথম ম্যাচে। বৃষ্টিতে দুই দলের ম্যাচ পণ্ড হয়েছিল।
শনিবার টস জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়েছে। ২ ওভারে ২৫ রান তুলেছে। মঈন আলীর করা প্রথম ওভারে ৩ রান তুললেও দ্বিতীয় ওভারে তারা পায় ২২ রান। ওপেনিংয়ে নেমেছেন ট্রেভিস হেড ও ডেভিড ওয়ার্নার। উইল জ্যাকের করা দ্বিতীয় ওভারে হেড ২টি ও ওয়ার্নার ১টি ছক্কা হাঁকান।
টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড। এর মধ্যে অজিদের জয় ১০ ম্যাচে এবং ইংলিশদের ১১ ম্যাচে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে চারবারের দেখায় ইংল্যান্ড ২টিতে ও অস্ট্রেলিয়া ১টিতে জয় পায়। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০০৭ সালে অস্ট্রেলিয়া এবং ২০১০ ও ২০২১ সালের বিশ্বকাপে জয় পেয়েছিলো ইংল্যান্ড। ২০২২ সালে ফলাফল হয়নি।