খেলাধুলা

ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে না রিয়াল

আগামী বছর থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে রিয়াল মাদ্রিদ আমন্ত্রণ পেয়েছে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার। কিন্তু আজ সোমবার (১০ জুন, ২০২৪) রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে অংশ নিবে না। কেন নিবে না?

তিনি বলেছেন, ‘ফিফা সম্ভবত ভুল গেছে যে ক্লাবগুলো ও তাদের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিবে না। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্যই ২০ মিলিয়ন ইউরো। সেক্ষেত্রে ফিফা পুরো টুর্নামেন্টের জন্য আমাদের প্রস্তাব দিয়েছে ২০ মিলিয়ন ইউরোর! বিষয়টা নেতিবাচক। অন্যান্য ক্লাবের মতো রিয়াল মাদ্রিদও এই টুর্নামেন্ট বয়কট করবে। এটা একটা ভুতুড়ে টুর্নামেন্ট।’

২০২৪-২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে মোট ১২টি দল অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে। সেই তালিকায় রিয়াল ছাড়াও আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। এশিয়া থেকে যাবে আরও ৪টি, আফ্রিকা থেকে ৪টি। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ৬টি। উত্তর আমেরিকা থেকে ৪টি, ওশেনিয়া থেকে ১টি ও মেজর লিগ সকার (এমএলএস) থেকে ১টি ক্লাব অংশ নেওয়ার কথা রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে।

৩২টি দলকে ৮ গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি করে মোট ১৬টি দল যাবে পরের রাউন্ডে।