খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন দলীয় রান দক্ষিণ আফ্রিকার

যেমনটা প্রত্যাশিত ছিল তেমনটাই হলো। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারও রান হলো না। গড়পড়তার চেয়েও ‘বাজে’  উইকেটে আরেকটি লো স্কোরিং ম্যাচের সাক্ষী হলো সমর্থকরা।

টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ১১৩ করতে পারে। ২০ ওভার পুরো ব্যাটিং করে ৬ উইকেটে এ রান তোলে প্রোটিয়ারা। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪ উইকেটে ১৪৮। ২০১৫ সালে মিরপুরে ওই রান করেছিল তারা। লম্বা সময় পর নিজেদের ওই রানের চেয়ে কম রান করলো তারা।

নিউ ইয়র্কের উইকেট এখন পর্যন্ত আনপ্রেডিক্টেবল। অসমান বাউন্সের উইকেট। ধীর গতির উইকেট। আউটফিল্ড মন্থর। বালিতে ভরা। প্রথম ম্যাচে শ্রীলংকা ৭৭ রানে অলআউট হয়। ভারতের কাছে আয়ারল্যান্ড ৯৬ রানে অলআউট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে ১০৩ রান করতে পারে। সবশেষ ভারত গতকাল ১১৯ রানে গুটিয়ে যায়। পাকিস্তান ওই লক্ষ্য তাড়া করতে নেমে পারেনি ৬ রানের জন্য। আজ বাংলাদেশ জিততে পারে কিনা সেটাই দেখার। 

বাংলাদেশের তিন পেসার তাসকিন, তানজিম ও মোস্তাফিজের বোলিংয়ে ১২ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫৫ রান তোলে। অন্যদিকে মাহমুদউল্লাহ, সাকিব ও রিশাদ মিলে ৮ ওভারে রান দিয়েছেন ৫৫। বোলিংবান্ধব উইকেটে পেসার ও স্পিনাররা ছিলেন দুর্দান্ত। এবার ব্যাটসম্যানদের পালা।