দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানের হার ভুলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক অধিনায়ক বিশ্বাস করেন, এই হার ভুলে বিশ্বকাপের পরের দুই ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো করে বাংলাদেশ সুপার এইটে যাবে। নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আরেকটি লো স্কোরিং ম্যাচের সাক্ষী হলো। বিশ্বকাপের পাঁচ ম্যাচে কোনোটিতেই এখন পর্যন্ত এই ম্যাচে রান হয়নি।
কানাডা এই মাঠে ১৩৭ রান করেছিল যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর সর্বনিম্ন রান ৭৭। এমন মাঠে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ১১৩ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ ওই ম্যাচ হেরে যায় ৪ রানে। শেষ ওভারে ১১ রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ ১৮ বলে যখন ২০ রান তখন তাওহীদ হৃদয়ের এক আউটেই ম্যাচ পাল্টে যায়। অনফিল্ড আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্ততে কপাল পুড়ে বাংলাদেশের। বল লেগ স্টাম্পের উপরে ছিল। বেলসের হালকা চুমু পেয়েছিল। তাতেই আম্পায়ারের সিদ্ধান্ত টিকে যায়।
এর আগে মাহমুদউল্লাহর প্যাড ছুঁয়ে বল বাউন্ডারিতে গেলেও বাই ৪ পায়নি বাংলাদেশ। কারণ মাহমুদউল্লাহকে আগেই আউট দিয়েছিলেন আম্পায়ার। নিয়ম অনুযায়ী বল তখন ডেড হয়ে যায়। ওই ৪ রানের ব্যবধানেই ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ। মাঠে আম্পায়াররা বাজে সিদ্ধান্ত দিয়েছেন এমন মন্তব্য করেছেন মাশরাফি। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘‘বাজে অ্যাম্পায়ারিং নিয়ে কোন সন্দেহ নাই তবে আমরাও পুয়োর অ্যাপ্লিকেশন করেছি। আশা ছাড়ছি না ইনশাল্লাহ সেরা আটে যাব।’
সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটি ভুলে যাওয়ার তাগিদ দিলেন মাশরাফি, ‘দ্রুত ভুলে যেতে হবে, আমরা যাই বলি না কেন, বাংলাদেশ দলকে ভুলে যেতে হবে। এ ম্যাচ আর ফিরে আসবে না। শেষ দুটি ম্যাচ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেরা আটে যেতে হলে। অবশ্যই আজ সবচেয়ে ভালো সুযোগটা হারিয়েছি তবে যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে যতো ভাববে ততোই ক্ষতি হবে।’
সামনের দুটি ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি আরো লিখেন, ‘আবারও বলছি দারুণ সুযোগ হাত ছাড়া হলো, যার ফলে আরও দুইটা প্রেশার ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যতো দ্রুত ব্রেন থেকে ডিলেট করা যায় ততোই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।’