প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, কেউ আর গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এর ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলায় ৫ম পর্যায়ের ২য় ধাপে ৩৮২টি উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম পর্যায়ের ২য় ধাপে নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের মাঝে ০২ শতাংশ জমিসহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন ঘোষণার পর বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান মেহাইনুং মার্মা ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহম্মেদ বান্দরবান সদর উপজেলায় ৪৬টি উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করেন।
জেলা প্রশাসনের তথ্য মতে, গৃহ নির্মাণের ধারাবাহিকতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৪৬টি (সেমি পাকা ২১টি ও মাচাং ঘর ২৫টি), লামা উপজেলায় ৫৮টি (সেমি পাকা ৪৪টি ও মাচাং ১৪টি), আলীকদম উপজেলায় ০৭টি (সেমি পাকা ০৫টি ও মাচাং ০২টি), নাইক্ষ্যংছড়ি উপজেলায় সেমি পাকা ১২৮টি, রুমা উপজেলায় মাচাং ৩০টি, রোয়াংছড়ি উপজেলায় ০৮টি (সেমি পাকা ০৫টি ও মাচাং ০৩টি) ও থানচি উপজেলায় মাচাং ১০৫টি রয়েছে। বান্দরবান পার্বত্য জেলায় সর্বমোট ৩৮২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে ২০৩টি সেমিপাকা ঘর ও ১৭৯টি মাচাং ঘর।
এর আগে, বান্দরবান পার্বত্য জেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ১ম পর্যায়ে ২১৩৪টি, ২য় পর্যায়ে ৫৬৪টি, ৩য় পর্যায়ে ২৯৫টি, ৪র্থ পর্যায়ে ৮৮৪টি এবং ৫ম পর্যায়ের ১ম ধাপে ৪১৪টি গৃহ হস্তান্তর করা হয়েছিল। প্রত্যেক পরিবারের জন্য ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।