বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার ভোরে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এটা অবশ্য নেপালের দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচের দুইটিতেই হেরে চাপে আছে লঙ্কানরা। অন্যদিকে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে চাপে আছে নেপালও। তবে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল মনে করছেন তাদের চেয়ে বেশি চাপে আছে শ্রীলঙ্কা। আর তারা সেটারই সুবিধা নেওয়ার চেষ্টা করবে।
‘আমি মনে করি শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেশি চাপে আছে। আপনি যদি যুক্তরাষ্ট্রে কন্ডিশনের দিকে তাকান তাহলে দেখবেন যে প্রচুর ডটবল হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ভারত কেবল ১১৯ রান করেছিল। কন্ডিশন অনুযায়ী যদি কোনো দল ১৪০ করতে পারে তাহলে তারা সফল। আমি মনে করি এমন স্কোর জয় পাওয়ার জন্য যথেষ্ট। আমরা এই ম্যাচে আমাদের সামর্থ ও প্রতিভা বিশ্বকে দেখাতে চাই।’
এবারের বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলো হারিয়ে দিচ্ছে পূর্ণ সদস্যের দেশগুলোকে। যুক্তরাষ্ট্র হারিয়েছে পাকিস্তানকে। কানাডা হারিয়েছে আয়ারল্যান্ডকে। সেটা থেকে অনুপ্রাণিত হচ্ছে নেপাল, ‘আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এবার কিন্তু সহযোগী দলগুলো টেস্ট খেলুড়ে দলগুলোকে হারিয়ে দিচ্ছে। এটা থেকে আমরা অনুপ্রেরণা পাচ্ছি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে। সুতরাং দল হিসেবে আমরা বিশ্বাস করি আগামীকালকের ম্যাচে আমরা জিতবো। বিশেষ করে গেল কয়েক মাসে আমরা যেরকম প্রস্তুতি নিয়েছি, গেল দেড় বছরে যে ধরনের ক্রিকেট খেলেছি, আমি মনে করি তাতে দলের মধ্যে একটা ভালো আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আগামীকাল মাঠে নামতে চাই।’