ইসরায়েলের ৯টি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গোষ্ঠীটি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার সকালে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে সবচেয়ে বড় রকেট হামলা ছিল এটি। মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের ছয়টি সামরিক অবস্থানে কাতিউশা এবং ফালাক রকেট ছুড়েছে। তবে হিজবুল্লাহর সম্প্রচারমাধ্যম আল-মানার টেলিভিশন একযোগে ১০০টিরও বেশি রকেট ছোড়ার খবর দিয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েলের উত্তর কমান্ডের সদর দপ্তর, একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে।
একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, হিজবুল্লাহ একসাথে অন্তত ৩০টি আক্রমণকারী ড্রোন দিয়ে গুলিবর্ষণ করেছে, যা এখন পর্যন্ত গ্রুপের সবচেয়ে বড় ড্রোন হামলা।