খেলাধুলা

ইউরো ২০২৪: কোন স্টেডিয়ামের ধারণক্ষমতা কতো

আজ শুক্রবার রাত থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইউরো-২০২৪। ২৪টি দলকে ছয় গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের আসরের আয়োজক জার্মানি। যারা ১৯৮৮ সালের পর এই প্রথম ইউরোর আয়োজক হয়েছে। জার্মানির ১০টি শহরের মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মাসব্যাপী এই প্রতিযোগিতা। তার আগে চলুন দেখে নেওয়া যাক কোন ভেন্যুর দর্শক ধারণক্ষমতা কতো।

বার্লিন: অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিন— বর্তমান ক্ষমতা ৭১ হাজার। কোলন: কোলন স্টেডিয়াম— ৪৩ হাজার। ডর্টমুন্ড: বিভিবি স্টেডিয়ন ডর্টমুন্ড— ৬২ হাজার। ডুসেলডর্ফ: ডুসেলডর্ফ অ্যারেনা— ৪৭ হাজার। ফ্রাঙ্কফুর্ট: ফ্রাঙ্কফুর্ট অ্যারেনা— ৪৭ হাজার। গেলসেনকির্চেন: অ্যারেনা আউফশালকে—৫০ হাজার। হামবুর্গ: ভল্কস্পার্ক স্টেডিয়ন হামবুর্গ— ৪৯ হাজার।  লাইপজিগ: লাইপজিগ স্টেডিয়াম— ৪০ হাজার। মিউনিখ: মিউনিখ ফুটবল অ্যারেনা— ৬৬ হাজার। স্টুটগার্ট: স্টুটগার্ট অ্যারেনা— ৫১ হাজার। 

০৯ জুলাই প্রথম সেমিফাইনাল হবে ৬৬ হাজার ধারণক্ষমতার মিউনিখ ফুটবল অ্যারেনায়। ১০ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল হবে ৬২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ন ডর্টমুন্ডে। আর ১৪ জুলাই ফাইনাল হবে ৭১ হাজার ধারণক্ষমতার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে।