একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৭০ টাকা। প্রকার ভেদে ১৩০ টাকার মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কোরবানি ঈদ উপলক্ষে ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার অজুহাতে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্য পণ্যটির দাম বৃদ্ধি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় হিলি বাজার গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। একদিন পর তা বিক্রি হচ্ছে খুচরা বাজারে ২০০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে এই খাদ্যপণ্যটি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে।
সবজি কিনতে বাজারে আসা আজিজুল হক বলেন, ‘এটা কোন দেশ? রাতারাতি দ্বিগুণ দাম বাড়ে। দুইদিন আগে ১৩০ টাকা কেজি কিনলাম, আর আজ (শুক্রবার) ২০০ টাকা কেজি হিসেবে কিনতে হলো কাঁচামরিচ। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কী অবস্থা হবে? দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত।’
মরিচ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, ‘ঈদের জন্য ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে। এই কারণে বাজারে কাঁচামরিচের সঙ্কট দেখা দিয়েছে। বর্তমান বাজারে দেশি কাঁচামরিচ আমরা ১৬০ থেকে ১৭০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। আশা করছি ঈদের পর আমদানি-রপ্তানি শুরু হলে মরিচের দাম কমে যাবে।’