গাজীপুরের কালীগঞ্জে অনলাইন প্লাটফর্মে আয়োজিত শীতকালীন ছবি তোলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে উপজেলার ভাদার্ত্তী গ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
স্থানীয় মদিনা ফার্নিচারের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’। প্রতিযোগীতার মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান। দৃষ্টিনন্দন কালীগঞ্জ গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা ফার্নিচারের স্বত্বাধিকারী রাসেল মিয়া।
শীতকালীন ছবি তোলা প্রতিযোগিতায় প্রকৃতির ছবি নিজের মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রথম স্থান অধিকার করেন মো. হাসিব খান, দ্বিতীয় স্থান অর্জন করেন মো. ইউসুফ আলী ও তৃতীয স্থান অর্জন করেন ইলিয়াস আহমেদ তন্ময়। প্রতিযোগিতায় বেস্ট ফটোগ্রাফার হিসেবে তপু রায়হান এবং গ্রুপের সর্বোচ্চ পোস্টকারী হিসেবে এসপি সুমনকে পুরস্কৃত করা হয়।
এ সময় দৃষ্টিনন্দন কালীগঞ্জ গ্রুপের এডমিন প্যানেলের সাব্বির আহমেদ, অনিক সরকার, আহমেদ মোকাররম, গ্রুপটির ফ্যান-ফলোয়ার, গণমাধ্যম কর্মীসহ অন্যরা উপস্থিত ছিলেন।