ঈদে বেড়াতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ ২৯ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে মরদেহটি ভেসে আসে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
মৃত উদ্ধার হওয়া মোহাম্মদ তারেক (১৪) নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ
মাসুদ রানা বলেন, সোমবার (১৭ জুন) সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার ৭ কিশোর বন্ধু মিলে ঈদ উপলক্ষে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘুরাঘুরির এক পর্যায়ে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এ সময় ভাটার টানে স্রোতে কিশোর ভেসে যায়। এতে অন্য বন্ধুদের শোর চিকিৎসার ঘটনাস্থলে উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা করেও সম্ভব হয়নি।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে মৃতদেহ ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে বিচকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মৃত কিশোরের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেছে।
মরদেহ কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।