মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার কামারখাড়া ইউনিয়নটির বেশনাল গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৬) ও একই উপজেলার দ্বীন ইসলাম গাজীর ছেলে মোকসেদ গাজী (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে হাসাইল বাজার থেকে দিঘীরপাড় যাচ্ছিলেন নাসির ও মোকসেদ। বেশনাল গোরস্থান এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোকসেদ ও হাসপাতালে নেওয়ার পর নাসির মারা যান।
দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই জনের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।