কক্সবাজারের রামুতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) ভোর রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নূর মোহাম্মদ (২৮)। নূর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো বলেন, উপরের খিল এলাকায় স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যার বিষয় জেনেছি। তবে আমি এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করায় এর বেশি কিছু বলতে পারছি না।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ধারণা করা হচ্ছে, রাত ২-৩ টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।