দলের ৭৫ বছরপূর্তি উপলক্ষে যৌথসভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দুই সিটির জনপ্রতিনিধিদের এ সভা হবে।
বুধবার (১৯ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যৌথসভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠার হীরকজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সভায় আলোচনা হবে।