সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষে আজ থেকে দেশে ফেরা শুরু করবেন হাজিরা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ জুন ) থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আসা শুরু করবে। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে ২২ জুলাই।
গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশ্যে যাত্রা করেছিল। এই ফ্লাইটের মাধ্যমেই এ বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল হজযাত্রীরা।
হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫২ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা।
পোর্টালে দেওয়া তথ্যমতে জানা যায়, এ বছর হজ পালনে গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী। আর তাদের মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন এবং মিনায় একজন মারা যান।
সৌদিতে হজযাত্রীর মৃত্যু বেড়ে ৬৪৫ এ বছর সৌদি আরবে হজযাত্রীর মৃত্যু বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। সৌদি আরবের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই কূটনীতিক জানান, কিছু হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। কিছু মারা গেছেন আবহাওয়া পরিস্থিতির কারণে।
এ বছর হজ পালনে গিয়ে মিশরের ৩২৩ জন ও জর্ডানের ৬০ জন নাগরিকের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগ তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন।