সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটে বন্যার জন্য কিশোরগঞ্জের মিঠামইন সড়ককে দায়ী করছেন অনেকে। এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সত্যি যদি তাই হয়, তাহলে মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার।’
বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি মেয়র নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষায় সুরমা নদী ড্রেজিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগেও, নদীতে পলিমাটি থাকায় ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। প্রকৌশলীদের সঙ্গে আলাপ করে শিগগিরই ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন করা হচ্ছে। নদীভাঙন, পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।’
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।