খেলাধুলা

আবারও পয়েন্ট হারালো সার্বিয়া

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও হার মানে সার্বিয়া। দ্বিতীয় ম্যাচেও তারা পয়েন্ট হারিয়েছে। র‌্যাংকিংয়ে ২৫ ধাপ পেছনে থাকা স্লোভেনিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করেছে ঈগলসরা। এই ড্রয়ে পরের রাউন্ডে যাওয়াটা সার্বিয়ার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। শেষ ম্যাচে তাদেরকে ডেনমার্কের বিপক্ষে জয় পেতেই হবে।

এদিন প্রথমার্ধে কোনো দলই গোল পায় না। তবে উভয় দলের দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। বিরতির পর ৬৯ মিনিটে এগিয়ে যায় স্লোভেনিয়া। এ সময় তিনি ম্যাক্স এলসনিকের ক্রসে বাড়িয়ে দেওয়া বল পেয়ে খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান জান কানরিচনিক।

এই গোলে তারা এগিয়ে থাকে ৯০+৪ মিনিট পর্যন্ত। ৯০+৫ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় সার্বিয়া। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ইভান ইলিচের বাড়িয়ে দেওয়া বলে খুব কাছ থেকে হেড নিয়ে জালে জড়ান বদলি খেলোয়াড় লুকা জোভিচ। তাতে হার এড়ায় সার্বিয়া।