শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিসিকের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পাঁচটি শিল্প নগরী ও তিনটি শিল্প পার্কসহ ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে আরএডিপিতে সবুজ পাতাভুক্ত ১১টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশে শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
শিল্পমন্ত্রী জানান, বিনিয়োগে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিসিক ১২২টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ১৬৭টি শিল্প প্লট বরাদ্দ দিয়েছে। বিসিক উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে হোসিয়ারি শিল্প নগরী, পঞ্চবটি, নারায়ণগঞ্জ; জামদানি শিল্প নগরী, তারাবো, নারায়ণগঞ্জ; চামড়া শিল্প নগরী, সাভার, ঢাকা; এপিআই শিল্প পার্ক, গজারিয়া, মুন্সীগঞ্জ এবং বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী, মুন্সীগঞ্জ বাস্তবায়ন করা হয়েছে।