আন্তর্জাতিক

আহত ফিলিস্তিনিকে গাড়ির বনেটে বেঁধে রেখেছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংসতার যেন শেষ নেই। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি নৃশংসতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, আহত এক ফিলিস্তিনিকে গাড়ির বনেটের ওপর বেঁধে নিয়ে যাচ্ছে সেনারা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ইসরায়েলি সেনারা আহত ফিলিস্তিনি ব্যক্তিকে একটি সামরিক গাড়ির সাথে বেঁধে রেখেছিল।

রয়টার্স জানিয়েছে, আহত ব্যক্তির নাম মুজাহেদ আজমি। তার পরিবার জানিয়েছে, তারা একটি অ্যাম্বুলেন্স চেয়েছিল। কিন্তু সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায়, তাদের জিপের বনেটের সাথে বেঁধে নিয়ে যায়। ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে স্থানান্তর করা হয়। 

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত সন্দেহভাজনদের ধরতে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ চলাকালে এক ফিলিস্তিনি আহত হয়েছেন। ‘ঘটনার ভিডিওতে বাহিনীর আচরণ আইডিএফ (সামরিক) মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’