কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিলের মাঠে নামতে বাকি নেই ৪ ঘণ্টা। অথচ ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র এখনো দলের ভারসাম্য স্থির করতে পারেননি। মানে কাকে রেখে কাকে খেলাবেন, সঠিক কম্বিনশন এখনো ঠিক করতে পারেননি।
অথচ মঙ্গলবার ভোরে তার দল মাঠে নামছে কোস্টা রিকার বিপক্ষে। ৬২ বছর বয়সী ডোরিভাল জুনিয়র সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন গত জানুয়ারিতে। বিশ্বকাপের বাছাই পর্বে বাজে পারফরম্যান্সের পর তাকে দায়িত্ব দেয় ব্রাজিল। নতুন কোচের অধীনে শুরুটা খারাপ করেনি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চারটি ফ্রেন্ডলি ম্যাচে অপরাজিত তারা। হারিয়েছে ইংল্যান্ড এবং মেক্সিকোকে। জয় পেয়েছে স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কিন্তু পুরো দলকে এক সুতোয় এখনো গাঁথতে পারেননি ডোরিভাল।
মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ বলেছেন, ‘আমাদের এই দলটির জন্য ভারসাম্য, ধারাবাহিকতা খুঁজে বের করতে হবে। তিন মাস আগে আমরা একত্রিত হয়েছিলাম। এখন আমরা নিজেদেরকে নতুন করে আবিস্কার করছি। আমরা এখনো আমাদের দলটাকে গুছচ্ছি। কিছু খেলোয়াড়কে আমরা নিয়েছি তারা কল্পনাও করতে পারছেন না তারা কেন এসেছে।’
দল গোছানো ঠিকঠাক না হলেও ব্রাজিল কোচ বিশ্বাস করেন, এই দলের সামর্থ্য আছে বহুদূর যাওয়ার, ‘তারা প্রত্যেকে দারুণ অ্যাথলেটি। তারা ব্রাজিলিয়ান। সারা বিশ্বে খেলে বেড়ায়। আশা করছি তারা তাদের সামর্থ্যের সবটাই এই প্রতিযোগিতায় দেখাতে পারবে।’
নিজেদের প্রথম প্রতিপক্ষ কোস্টা রিকাকে দারুণ সমীহ করছেন ব্রাজিলের অধিনায়ক ডানিলো, ‘কোস্টা রিকা দলটা ডিফেন্সে দারুণ। সেখান থেকে প্রতি আক্রমণের চেষ্টা করে তারা। তাদের বৈচিত্র্যপূর্ণ খেলোয়াড় রয়েছে। তারা কোনোভাবে সহজ প্রতিপক্ষ নয়। আমাদের দলটা এখনো তরুণ। প্রথমবারের মতো তরুণ কিছু খেলোয়াড় এসেছে। তাদেরকে উজ্জীবিত করতে আমরা আনন্দ করছি, কৌতুকে মেতে উঠছি, চাপ দূরে সরিয়ে রেখেছি। কিন্তু সবার মনোযোগ ঠিকই প্রতিযোগিতায় রয়েছে।’