খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অফিসার্স মেস উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফিতা কর্তন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত মেসটি উদ্বোধন করেন তিনি। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল আইজিপিকে হাউস গার্ড সালামি প্রদান করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেএমপি পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মোছা. তাসলিমা খাতুন এবং কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।