অর্থনীতি

দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ দিতে ট্রাস্টি সভা ২ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। মিউচুয়াল ফান্ড দুটি হলো- এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার (২৬ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২ জুলাই বিকাল ৩টায় এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে। অন্যদিকে একইদিন বিকাল ৩টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা।

দুটি ফান্ডের ট্রাস্টি সভাতে সংশ্লিষ্ট ফান্ডের গত ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কমিটি ওই প্রতিবেদন অনুমোদন করলে সভা থেকে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।