অর্থনীতি

শেয়ার বিক্রি করবে ইসলামী ব্যাংকের করপোরেট পরিচালক

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসির এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির করপোরেট পরিচালক বাংলাদেশ ইসলামিক সেন্টার। প্রতিষ্ঠনটির তাদের হাতে থাকা ৩৪ লাখ শেয়ারের সবগুলো বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।