রাজনীতি

পূর্ণাঙ্গ হওয়ার অপেক্ষায় ওলামা দলের আংশিক আহ্বায়ক কমিটি

পূর্ণাঙ্গ হওয়ার অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আংশিক আহ্বায়ক কমিটি। যেকোনো সময় ঘোষণা করা হতে পারে এই কমিটি।

বিএনপি ও ওলামা দল সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আকার ১৩৭ সদস্য বিশিষ্ট হতে পারে। গত শনিবার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দলীয় ফোরামে জমা দিয়েছে ওলামা দল।

২০১৯ সালের ৫ এপ্রিল মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলাম তালুকদারকে সদস্যসচিব করে ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়।

কমিটি বিলুপ্ত করে তিন মাস সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার পর গত ২৬ এপ্রিল ওলামা দলের পাঁচ সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। কমিটিতে মাওলানা সেলিম রেজাকে আহ্বায়ক এবং মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্য সচিব করা হয়।