সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিল দাবিতে শাহবাগ মোড়ে দেড় ঘণ্টা অবস্থানের পর অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেল সোয়া ৫টায় শাহবাগের অবরোধ তুলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান করার ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সনিয়া রহমান বলেন, আগামীকাল হাইকোর্টের শুনানি আছে। যদি আমাদের পক্ষে রায় না দেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ডাক দেব। এটা আমাদের অধিকার।
প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।