ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে জ্যামাইকায় বুধবার কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে যাচ্ছে হারিকেন বেরিল। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ‘বেরিল’ অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় হিসেবে মঙ্গলবার ক্যারিবীয় অঞ্চলের গ্রেনাডার উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছিল। হারিকেনের কারণে এক জনের মৃত্যু হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে বেরিলের চোখ কেম্যান দ্বীপপুঞ্জের কাছে চলে আসবে। এটি চার মাত্রার হারিকেনে রূপ নিয়েছে। হারিকেনটির কেন্দ্রে শক্তিশালী দমকা হাওয়াসহ সর্বোচ্চ বাতাসের বেগ থাকবে ২৪৯ কিলোমিটার।
মেক্সিকোর আবহাওয়া দপ্তর পুয়ের্তো কোস্টা মায়া থেকে কানকুন পর্যন্ত ইউকাটান উপদ্বীপের উপকূলের জন্য হারিকেন সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের মুখপাত্র ডক্টর মাইকেল ব্রেনান বলেছেন, ‘হারিকেনটির ক্যাটাগরি ৩ বা ক্যাটাগরি ৪ এর মধ্যে থাকবে, দ্বীপের বেশিরভাগ অংশের ওপর দিয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি বয়ে যাবে।
তিনি বলেন, ‘আমরা সম্ভাব্য প্রাণঘাতী ঝড়ের জলোচ্ছ্বাসের জন্য উদ্বিগ্ন... স্বাভাবিকের চেয়ে থেকে ৯ ফুট উঁচু জলোচ্ছ্বাস হবে।’ জ্যামাইকার কিছু এলাকায় ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন ব্রেনান।