দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ বন্যাকবলিত পাঁচ জেলার জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া এর আগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বানভাসি মানুষের সহযোগিতার জন্য সব ধরনের কার্যকরি পদক্ষেপ নিচ্ছে সরকার।
বুধবার (৩ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যানসারে আক্রান্ত ৫৮ জনকে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান শেষে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
ওই আয়োজনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারকে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য ৩ লাখ টাকা দেওয়া হয়।
এ সময় তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, দুর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে বর্তমান সরকার।
এ সময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ জনকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান, রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২৫০ জনকে শুকনা খাবার এবং বনবিভাগের সহায়তায় তিন হাজার ফলজ চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী।