মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় ঢাকামুখী লেনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, সকাল ৮টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চার জন আহত হয়েছেন।
শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে একটি ট্রাক বিকল হয়ে গেলে সেটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। পরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি ট্রাক এবং তার পেছনে আরও একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাকচালক ও সহকারীসহ চারজন আহত হয়েছেন।
শিবচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক করেছে।
আরও পড়ুন: শিবচরে এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ, আহত ৪