খেলাধুলা

ব্যাংকক নেওয়া হচ্ছে নাফিসকে

উন্নত চিকিৎসকার জন্য বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে রোববার এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে ব্যাংককে। নাফিসের পারিবারিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। এরপর বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিষ চৌধুরীও একই খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে স্ট্রোক করেন নাফিস ইকবাল। দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। ভর্তি করানো হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে।  সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর নাফিস বিরল রোগ সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছেন বলে জানান বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তবে এখন অনেকটাই ঝুঁকিমুক্ত তিনি। যদিও তাকে আরও কয়েকটা দিন নিবিড় পর্ববেক্ষণে থাকতে হবে। এর মধ্যে এলো ব্যাংকক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। পরিবারের চাওয়াতে তাকে নেওয়া হচ্ছে ব্যাংককে।

দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘নাফিসদের পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাকে নিয়ে ব্যাংকক যাবে। সেখানে তার ট্রিটমেন্ট হবে। ইমারজেন্সি কিছু নয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভালো আছে আর কি।’

চিকিৎসকদের বরাত দিয়ে নাফিসের রোগ সম্পর্কে দেবাশিষ যোগ করেন, ‘কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। আমরা আশাবাদী কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন নাফিস।’