প্রবাস

মালদ্বীপে মার্কেটে অভিযান, গ্রেপ্তার ৪

মালদ্বীপের মালে শহরের বেশ কয়েকটি স্থানীয় বাজারের স্টলে অভিযান চালিয়েছে পুলিশ ও ইমিগ্রেশন।

গত ২৯ জুন মালদ্বীপ ইমিগ্রেশন ও পুলিশের যৌথ অভিযানে রাজধানী মালে শহরের মাজেদী রোড এবং আমিনি রোডের ভিলা মার্টের কাছে মার্কেটের সব অভিবাসীকে ইমিগ্রেশন হেফাজতে নিয়ে যায়। দোকানে কেউ না থাকায় ওই রাতেই বাজারের দুটি স্টলই বন্ধ করে দিতে হয়। কারণ মালে শহরের প্রতিটি বাজারের স্টলগুলো স্থানীয় মালদ্বীভিয়ান নাগরিক এর কাছে দৈনিক ভাড়া হিসাবে নিয়ে বাংলাদেশের প্রবাসীরা ব্যবসা করে। কিন্তু মালদ্বীপের আইনের ওয়ার্ক পারমিট দ্বারা কেউ মালদ্বীপে ব্যবসা করতে পারবে না। দিন শেষে স্থানীয় মালদ্বীভিয়ান নাগরিককে প্রবাসীরা ভাড়া পরিশোধ করে দেয়।

২৯ জুন প্রবাসীদের ইমিগ্রেশন হেফাজতে নেওয়ার পরদিন অন্য অভিবাসীদের বের করে এনে উভয় মার্কেটের স্টল চালানো শুরু করে। স্থানীয় গণমাধ্যম মিহারু গতকাল একটি রিপোর্ট করে। সেখানে বলা হয়, গ্রেপ্তার হওয়ার পরেও বিদেশিরা বাজারে ব্যবসা শুরু করেছে। বাজার থেকে কিছু বিদেশিকে গ্রেপ্তার করা হলেও, বাজারে স্টল চালানো অন্য বিদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে না, এমন রিপোর্টের পরে গতকাল রাতে আবারও ইমিগ্রেশন ও পুলিশ দুই বাজারে অভিযান চালায়। দুই বাজার থেকে চার বিদেশিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামরান বলেন, মালদ্বীপে অবৈধভাবে ব্যবসা করা সব বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।