কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা এলাকায় পাঁচ তলার অনুমোদন নিয়ে ছয় তলা ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
সোমবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের নেতৃত্বে কলাতলীর চন্দ্রিমা এলাকার মেহেদী হাসানের নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালানো হয়। এ সময় ব্যত্যয়কৃত অংশ ভেঙে ফেলা হয়।
কউক সচিব জানান, অনুমোদনের বাইরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বিল্ডিং নির্মাণ আইন-১৯৯৬ অনুযায়ী ভবন মালিককে পরপর ৩টি নোটিশ দেওয়া হবে। চূড়ান্ত নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান পরিচালনা করা হয়।
কউকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ উন নবী জানান, এলাকায় যারা বিল্ডিং নির্মাণ করছেন, তাদের মূলত সচেতন করার জন্য দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে। কউকের নির্দেশনা অমান্য করে অনুমোদনহীনভাবে গড়ে তোলা বিল্ডিং মালিকদের আইনের আওতায় আনা হবে। পর্যটন শহর কক্সবাজারকে সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উচ্ছেদ অভিযানে কউকের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।