কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে টিনের চালার ওপর থেকে স্যান্ডল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জিসান আহম্মেদ (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের নাসির উদ্দিন বিশ্বাস পোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারা যায় সে।
মারা যাওয়া জিসান পোয়ালবাড়িয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সে পোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা বলেন, আজ সকালে স্কুলে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল জিসান। এসময় এক সহপাঠী জিসানের স্যান্ডেল বিদ্যালয়ের টিনের চালায় ছুড়ে মারে। জিসান স্যান্ডেল আনতে টিনের চালার ওপর ওঠে। এসময় সে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ের টিনের চালে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আমরা শুনেছি বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।