জাতীয়

রাশিয়ান হাউজে বিশ্বস্ততা দিবস উদযাপন

ঢাকায় রাশিয়ান হাউজে উদযাপিত হয়েছে পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততা দিবস। সোমবার (৮ জুলাই) বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে রাশিয়ান হাউজের পরিচালক পি. দ্ভইচেনকভ বলেন, পরিবার বাড়ি, ঘনিষ্ঠ ব্যক্তি এবং আত্মীয়-স্বজনের জীবনকে গভীর অর্থবহ করে তোলে। পরিবারের মাধ্যমেই মানুষ ভালোবাসতে শেখে, একে অপরকে সমর্থন করতে শেখে, সুখ-দুঃখ ভাগাভাগি করতে শেখে।

বছরের পর বছর ধরে, পরিবার, ভালোবাসা এবং বিশ্বস্ততা দিবসটি সবচেয়ে লালিত এবং অর্থপূর্ণ পারিবারিক ছুটির দিনে পরিণত হয়েছে, যা বিশ্বব্যাপী ৪৫টি দেশে পালিত হচ্ছে। এ দিনটি ঐতিহ্যকে সম্মান করে।

অনুষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবন চলমান এবং যারা পারিবারিক বন্ধনের দৃঢ়তা ও সমাজের মূল্যবান সদস্য হিসেবে শিশুদের লালন-পালনে তাদের ভূমিকা পালন করেছেন- এমন ১১টি পরিবারকে সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানের শেষে ‘বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় ঐতিহ্যবাহী মূল্যবোধের ভূমিকা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।