সারা বাংলা

হিলি বন্দর দিয়ে জিরা আমদানিতে সরকারের আয় ৪৫৬ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২২ হাজার ৪১৫ মেট্রিক টন ভারতীয় জিরা আমদানি হয়েছে। তা থেকে সরকার ৪৫৬ কোটি টাকা রাজস্ব পেয়েছে।

বুধবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমসের সহকারী কমিশনার নার্গিস আক্তার বলেন, ২০২২-২৩ অর্থবছরে এই বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছিল ২৪ হাজার ৫১৫ মেট্রিক টন। যা থেকে সরকার রাজস্ব পেয়েছিল ২৫৪ কোটি টাকা।

‘২০২৩-২৪ অর্থবছরে এই বন্দরে জিরা আমদানি হয়েছে ২২ হাজার ৪১৫ মেট্রিক টন। তা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৪৫৬ কোটি টাকা। এই বন্দরে অন্যান্য পণ্যের চেয়ে জিরা আমদানি বেশি হয়।’ - যোগ করেন তিনি।